বিদেশে ভ্রমণ

দার্জিলিং এ বাংলাদেশি পর্যটকদের ভিড়

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:  শীত মানেই ভ্রমণের মৌসুম। বাংলাদেশে শীত সবে পড়তে শুরু করেছে। অনেকেই তাই পরিবার আর বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে পড়েছেন। দেশের সীমা ছাড়িয়ে ভ্রমণের গন্তব্যে অন্যতম প্রধান আকর্ষণ দার্জিলিং।

শৈল শহর দার্জিলিং পাহাড় আর মেঘের পসরা সাজিয়ে যেন বসে আছে ভ্রমণ পিপাসুদের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতার দার্জিলিং শহর জুড়ে ছড়ানো ছিটানো প্রকৃতির নানা আয়োজন।

দার্জিলিং এলেই বাংলাদেশিরা ছুটে যান টাইগার হিলে। ভোরে এখানে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে। মেঘের আড়াল থেকে উঁকি দেয় পাহাড় চূড়া। ধীরে ধীরে মেঘ কাটতে থাকে আর সূর্য তার প্রখর আলো নিয়ে হাজির হয় তুষার ঢাকা পর্বত শিখরে।

ঢাকার সূত্রাপুরের ব্যবসায়ী রাকিবুল হোসেন বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন দার্জিলিং। তিনি বলেন, এবার জীবনে প্রথমবারের মত দার্জিলিং এলাম। বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান দিয়ে খুব সহজেই এখানে আসা যায়। এত সুন্দর জায়গা। পরেরবার অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে আসব।

আরেক বাংলাদেশি পর্যটক মানিক বলেন, এখানকার পাহাড়গুলো খুব বড়। টয় ট্রেনে চড়েছি। শহরটা খুব সুন্দর। পাহাড়ের কিনারায় বাড়ি ঘর।

দার্জিলিং শহরের একটি হোটেলের কর্মকর্তা জিলানী হোসেন বলেন, প্রতি বছর শীতে প্রচুর বাংলাদেশি পর্যটক আসেন। বর্ষায়ও বাংলাদেশিরা আসেন, তবে সংখ্যায় কম। শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়া এমনকি ইউরোপের অনেক পর্যটকও আসেন।

দার্জিলিং শহরে পৌঁছে দেখবেন ক্লাব স্ট্যান্ড ট্রাফিক মোড় থেকে চারটা রাস্তা চারদিকে চলে গেছে। এসব রাস্তা ধরে হেঁটে গেলেই খুঁজে পাবেন বিভিন্ন মানের থাকার হোটেল ও গেস্ট হাউজ।

এক হাজার দুইশ থেকে দুই হাজার রুপির মধ্যে ভালো মানের হোটেল রুম পেয়ে যাবেন। তবে রুম হিটারের চার্জ আলাদা।

ঘুরে দেখতে পারেন দার্জিলিং চিড়িয়াখানা আর পাহাড়ের কোলে চা বাগান। অবশ্যই চড়বেন ক্যাবল কার আর ট্রয় ট্রেনে। ঘুরে দেখতে পারেন ঘুম মনেস্ট্রি আর হিমালয়ান মাউন্টেন রেলওয়ে স্টেশন।

ঢাকা থেকে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারতের প্রবেশ করবেন। সেখান থেকে ভারতের ফুলবাড়ি সীমান্ত। ফুলবাড়ি থেকে বাসে যাবে শিলিগুড়ি। শিলুগুড়ি শহরে দার্জিলিং জিপ স্টেশন বা দার্জিলিং মোড় যাবেন। জিপ ভাড়া করে অাড়াই ঘণ্টায় পৌঁছে যাবেন দার্জিলিং।

এছাড়া কোলকাতা থেকে দার্জিলিং মেইলে চড়ে চলে যেতে পারেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে জিপ স্টেশন হয়ে দার্জিলিং।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *