ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম থেকে ভ্রমণ বিষয়ক প্রথম অনলাইন পত্রিকা ট্র্যাভেলিং চট্টগ্রাম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ট্র্যাভেলিং চট্টগ্রাম এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে অনলাইন পত্রিকাটি।
ট্র্যাভেলিং চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক সজল কুমার বড়ুয়া এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান ।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশবিদ অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর নির্বাহী সহ-সভাপতি এমমাদ উল্লাহ এবং সহ-সভাপতি মো. আবু জাফর, বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (মার্কেটিং ও পাবলিক রিলেসন) মো. কামরুল ইসলাম।
ট্র্যাভেলিং চট্টগ্রাম এর প্রকাশক কাজী এএমএম মমতাজুল ইসলাম এবং প্রধান সম্পাদক শরীফ চৌহান।
দেশ-বিদেশের ভ্রমণ সংক্রান্ত সব খবর পরিবেশনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই অনলাইন পত্রিকাটি সাজানো হয়েছে ১০টি বিভাগে। ভ্রমণ পিপাসু পর্যটক নিজেদের অভিজ্ঞতা প্রকাশের সুযোগ পাবেন ‘ভ্রমণ কাহিনী’ বিভাগে। পাশাপাশি থাকছে ‘ভ্রমণ সংবাদ’। এছাড়া দেশে ও বিদেশের ভ্রমণ বিষয়ক পৃথক বিভাগ।
বৃহত্তর চট্টগ্রাম বিভাগের পর্যটনের সব খবর তুলে ধরা হবে ‘চট্টগ্রাম’ বিভাগে। আছে ‘প্রত্নতত্ত্ব’ এবং ‘উৎসব ও মেলা’ বিভাগ।
ভ্রমণের অন্যতম প্রধান অনুষঙ্গ ‘ভ্রমণ যাতায়াত’ শীর্ষক বিভাগে থাকছে সরকারি-বেসরকারি বিমান সংস্থা এবং সড়ক-নৌ ও রেলপথে ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য।
পর্যটকরা নতুন কোনো স্থানে বেড়াতে গেলে সেখানকার ঐতিহ্যবাহী ও সুস্বাদু সব খাবারের স্বাদ নিতে চান। খাবার-দাবারের খোঁজ দিতে থাকছে ‘ভোজন’ বিভাগ।
এছাড়া ট্র্যাভেলিং চট্টগ্রামের ফেসবুক পেইজ ইতিমধ্যে চালু করা হয়েছে।
বিভিন্ন দর্শনীয় ভ্রমণ গন্তব্যের আকর্ষণীয় সব ছবি দিয়ে সাজানো হয়েছে ‘ছবিঘর’। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় আছে ভিডিও ফিচার। সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেল।#
কনটেন্ট এডিটর