উড়াউড়ি দেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

বরিশাল রুটে নভোএয়ারের যাত্রা

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:

আগামী ১ সেপ্টেম্বর থেকে থেকে বরিশাল রুটে বিমান চলাচল শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

এই রুটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৭০০ টাকা (একমুখী)।

সপ্তাহে চারদিন- শনি, সোম, বুধ ও শুক্রবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৪টি, কক্সবাজার রুটে ৪টি, যশোর রুটে ৩টি, রাজশাহী রুটে ১টি, সিলেট রুটে ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ১৩৬০৩ অথবা দেখতে পারেন নভোএয়ারের ওয়েবসাইট flynovoair.com । #

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *