উড়াউড়ি দেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

ঈদুল আযাহায় পাঁচ দিন নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: 

ঈদুল আযহা উপলক্ষে ঢাকা থেকে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে ১৭ থেকে ২১ অগাস্ট অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

১৯ জুলাই নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

ঈদের ছুটিতে যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ওই পাঁচ দিন যশোর ও সৈয়দপুর রুটে অতিরিক্ত দুটি বিমান চলবে প্রতিদিন। আর রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে দিনে একটি করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈদ উপলক্ষ্যে টিকেটের দামে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই সুযোগ পেতে নভোএয়ারের মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে গিয়ে NOVOAIRAPP লিখে টিকেট কিনতে হবে।

এখন প্রতিদিন নভোএয়ার ঢাকা-সৈয়দপুর রুটে ৪টি, যশোর ৩টি এবং রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করে।

এছাড়া প্রতিদিন চট্টগ্রামে ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট চলছে। #

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *