ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:
ঢাকা-কলকাতা রুটে মাত্র পাঁচ হাজার টাকায় রাউন্ড ট্রিপের অফার নিয়ে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারতীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো।
১ অগাস্ট থেকে সপ্তাহে সাত দিন এই রুটে বিমান চলবে।
ইন্ডিগো ‘র অফিসিয়াল ওয়েবসাইট www.goindigo.in থেকে যাত্রীরা টিকেট বুকিং দিতে পারবেন।
ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণে মাত্র পাঁচ হাজার ৩১ টাকা নুন্যতম ভাড়া নির্ধারণ করেছে ইন্ডিগো।
প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইন্ডিগোর বিমান। পৌঁছাবে রাত ৮টায়।
আর বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে।
পাশাপাশি ইন্ডিগো ঢাকা-দিল্লি-ঢাকা রুটে (কোলকাতা হয়ে) রাউন্ড ট্রিপের ভাড়া নির্ধারণ করেছে ১১ হাজার ৭০০ টাকা।
ভারতের অভ্যন্তরীণ রুটে ইন্ডিগো পরিচিত কম খরচের বিমান বা ‘বাজেট এয়ারলাইন’ হিসেবে।
বাংলাদেশ থেকে ইন্ডিগোর কার্যক্রম শুরু হলে দেশি-বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত ঢাকা-কলকাতা পথে বিমান বাংলাদেশ, বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ, ইউ-এস বাংলা এবং নভো এয়ারের ফ্লাইট পরিচালিত হয়।
পাশাপাশি ভারতীয় ইন্ডিয়ান এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেটও ফ্লাইট পরিচালনা করে।
এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতো ইন্ডিগো। ঢাকা হতে যাচ্ছে ইন্ডিগোর নবম আন্তর্জাতিক গন্তব্য। #
কনটেন্ট এডিটর