বিদেশে ভ্রমণ

বাংলাদেশিদের জানাতে চাই থাইল্যান্ডের নতুন পর্যটন গন্তব্য: ইশরা স্ট্যাপানাশেথ

ট্র্যাভেলিং চট্টগ্রাম

থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা নতুন পর্যটন গন্তব্য ও ভ্রমণের সুযোগ সম্পর্কে বাংলাদেশিদের জানাতে কাজ শুরুর কথা জানিয়েছেন ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের (টিএটি) পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ।

চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ১০ মে রাতে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের সাথে যুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে ট্র্যাভেলিং চট্টগ্রামের সাথে কথা বলেন।

টিএটির’র বাংলাদেশ, নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ বলেন, বাংলাদেশি জনগণ বিশেষ করে চট্টগ্রামের মানুষকে জানাতে চাই আমাদের সেবা ও সুযোগ সম্পর্কে। আমরা কি অফার দিচ্ছি তা চট্টগ্রামের বাজারে তুলে ধরে জনসংযোগ করতে চাই।

“বিদেশের বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে পর্যটকরা আসেন। বাংলাদেশ থেকে অনেকে যান চিকিৎসা সেবা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণের আকর্ষণে।”

ইশরা স্ট্যাপানাশেথ বলেন, ব্যাংকক, পাতায়া, ফুকেট, কারাবি ছাড়াও পর্যটনের জন্য নতুন অনেক স্থানের সন্ধান আমরা পর্যকটদের দিতে চাই। এয়ার লাইন এবং ট্যুর অপারেটরদের সাথে যুক্ত হয়ে আমরা সুযোগগুলো চট্টগ্রামের মানুষের কাছে তুলে ধরব।

অনুষ্ঠানে নতুন ভ্রমণ গন্তব্যের বিষয়ে তুলে ধরে তিনি জানান, থাইল্যান্ডের দক্ষিণ অংশে ফুকেট, কারাবি, সিমিলান দ্বীপ, রাচা আইল্যান্ড ও কোহ সামুই, পূর্ব অংশের রেয়ং, চান্তাবুরি ও কোহ চ্যাঙ এবং উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই নির্মল সৌন্দর্য্যের জন্য বিখ্যাত পর্যটন গন্তব্য।

এসব স্থানে বিলাসবহুল ভ্রমণকারীদের জন্য স্পা, ডাইভিং, ভোজন ভ্রমণ, প্রমোদতরী, ভিলা, সাগরতীর এবং দ্বীপে ভ্রমণের সুযোগ আছে।

বিশ্বের মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে হালাল ট্যুরিজমে তার দেশ জোর দিচ্ছে বলেও জানান টিএটি পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ।

এজন্য হালাল খাবারের সহজপ্রাপ্যতা এবং বিভিন্ন শপিং কমপ্লেক্সে নামাজের ব্যবস্থা করা হয়েছে। চালু করা হয়েছে আলাদা অ্যাপসও।

পরিবারসহ বেড়াতে গেলে ডিসকাউন্ট ও বিশেষ সুবিধা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এসংক্রান্ত আলাদা একটি অ্যাপসও চালু করেছে টিএটি।

পাশাপাশি ‘এ্যামেইজিং থাইল্যান্ড’ কর্মসূচির আওতায় বিশ্বের পর্যটকদের কাছে তুলে ধরা হবে দেশটির সুস্বাদু খাবার, সংস্কৃতি ও শিল্প, প্রাকৃতিক সৌন্দর্য ও দৃষ্টিনন্দন সৈকত এবং সাধারণের জীবনযাপন পদ্ধতি।

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *