ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক
২৫৮ বিলিয়ন ডলার খরচ করে আন্তর্জাতিক পর্যটন ব্যয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০১৭ সালে চীনের পর্যটকরা বিদেশে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে। যা ২০১৬ সালের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি।
জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও) এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
ওই রির্পোটে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্বের উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশের নাগরিকরাও পর্যটন খাতে আগের বছরের তুলনায় বেশি ব্যয় করেছে।
মোট ব্যয়ে চীন শীর্ষে থাকলেও গত বছর এই খাতে ব্যয় বৃদ্ধিতে শীর্ষে যুক্তরাষ্ট্র।
ইউএনডব্লিউটিও’র ট্যুরিজম ব্যারোমিটার অনুসারে, একবছরে মার্কিন নাগরিকরা প্রায় ১২ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে ভ্রমণ খাতে।
২০১৭ সালে মোট ১৩৫ বিলিয়ন ডলার খরচ করে দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যয় বৃদ্ধির তালিকায় আছে রাশিয়া (৭ বিলিয়ন ডলার)ও ব্রাজিল (৫ বিলিয়ন ডলার)। প্রায় ৩১ বিলিয়ন ডলার খরচ করে তিন ধাপ এগিয়ে তালিকায় ৮ নম্বরে উঠে এসেছে রাশিয়া।
গত বছর ভ্রমণে ১৯ বিলিয়ন ডলার খরচ করে ১৬ নম্বর স্থানে আছে ব্রাজিল। ১৮ বিলিয়ন ডলার খরচ করে তালিকায় ১৭ নম্বর স্থানে আছে ভারত।
ইউএনডব্লিউটিও’র মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি বলেন, পর্যটন খাতের উন্নয়নে উদীয়মান অর্থনীতির দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়া, ব্রাজিল এবং ভারতের অগ্রগতি দেখে আমরা খুবই আনন্দিত।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোর নাগরিকরাও এ খাতে ব্যয় বাড়িয়েছে।
ইউএনডব্লিউটিও’র ট্যুরিজম ব্যারোমিটার এর তথ্য মতে, তৃতীয় স্থানে থাকা জার্মানির ২০১৭ সালে আন্তজার্তিক পর্যটন খাতে ব্যয় ছিল ৮৪ বিলিয়ন ডলার।
যুক্তরাজ্য ৬৩ বিলিয়ন ডলার এবং ফ্রান্স ৪১ বিলিয়ন ডলার খরচ করে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।
প্রায় সব দেশেই আন্তর্জাতিক পর্যটনে ব্যয় বৃদ্ধির এই তালিকা ২০১৭ সালে এ খাতে ৭ শতাংশ প্রবৃদ্ধির নির্দেশনা দিচ্ছে।
গত বছর পর্যটকদের গন্তব্যের শীর্ষে ছিল ইউরোপ। সেখানে পর্যটকের আনাগোনা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।#
কনটেন্ট এডিটর