Uncategorized

রেডিসন ব্লু বে ভিউতে বড়দিনের আয়োজন

পাঁচ তারকা রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বড়দিনের নানা আয়োজন করা হয়েছে।

পুরো পৃথিবী যখন সাজছে বড়দিন এবং বর্ষ বরণের আনন্দে তখন চট্টগ্রামও পিছিয়ে নেই।

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ ইতিমধ্যেই সেজেছে বড়দিনের সাজে। হোটেলের লবিতেই দেখা হয়ে যাচ্ছে সান্টা ক্লজের রেইনডিয়ার ও স্নোম্যানদের সাথে।

পুরো হোটেলের বিভিন্ন জায়গায় আছে অগনিত ক্রিস্টমাস ট্রি, হোটেলের দেশী বিদেশি অতিথিরা ব্যাস্ত এই সাজের মাঝে আগত বড়দিনের আমেজ খুজে নিতে।

বড়দিন উপলক্ষ্যে মাত্র ১২,০২৫ টাকায় থাকছে নগরীর একমাত্র এই পাঁচতারকা হোটেলে থাকার প্যাকেজ যাতে অতিথিরা পাচ্ছেন ফ্রি বুফ্যে ব্রেকফাস্ট এবং ডিনার।

বড়দিন কে কেন্দ্র করে হোটেলের রন্ধন শিল্পীরাও নানা চমক সৃষ্টিতে ব্যস্ত আছেন বলে হোটেলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *