উৎসব ও মেলা চট্টগ্রাম দেশে ভ্রমণ ভ্রমণ সংবাদ

ঈদে রয়েল টিউলিপে ৪০ শতাংশ ছাড়

ট্রাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ঈদ উপলক্ষ্যে পর্যটকদের ভ্রমণকে আনন্দদায়ক করতে কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

পাঁচ তারকা এই হোটেলে ভ্রমণ পিপাসুরা এ সুযোগ উপভোগ করতে পারবেন ৭ জুন থেকে ১৫ জুনের মধ্যে।

‘কাম এন্ড এক্সপ্লোর দ্যা হার্ট অব ইনানি’ স্লোগানকে সামনে রেখে ঈদের ছুটিতে বঙ্গোপসাগরের প্রশান্তি উপভোগের সুযোগ করতে দিতে এ অফার বলে জানানো হয় রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বিস্তারিত জানতে হোটেল কর্তৃপক্ষের সাথে 01844016001 এই নম্বরে অথবা resv.cox bazar@royaltulipbangladesh.com এই ঠিকানায় এবং ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন।

সমুদ্র কন্যা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানি জালিয়াপালং এলাকায় সাগর তীরে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের অবস্থান।

এবারের ঈদে কক্সবাজার সৈকতে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটবে বলে সংশ্লিষ্টদের ধারণা।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *