ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: নৌ পথে বাংলাদেশ থেকে ভারতে যেতে জাহাজ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ২৯ মার্চ।
বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় এই জাহাজ চলাচল করবে।
বিআইডব্লিউটিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ মার্চ কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে এমভি মধুমতি।
বিআইডব্লিউটিসি নিজস্ব আধুনিক নৌযান ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ঢাকা-কোলকাতা যাত্রী পরিবহন সার্ভিস চালু করতে যাচ্ছে।
২৯ মার্চ শুক্রবার এমভি মধুমতি নামের জাহাজটি ছাড়বে পাগলার মেরি এন্ডারসন (ভিআইপি জেটি) থেকে।
রাত নয়টার ছেড়ে জাহাজটি বরিশাল-মোংলা-সুন্দরবন হয়ে আন্টিহারা ও পশ্চিমবঙ্গের হলদিয়া রুট ধরে কোলকাতা যাবে। কোলকাতা বন্দরে পৌঁছবে ৩১ মার্চ দুপুর ১২টার দিকে। ফিরতি যাত্রা করবে ১ এপ্রিল।
এই ভ্রমণে এমভি মধুমতির কেবিন ভাড়া- দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণির যাত্রী প্রতি ৫ হাজার টাকা, দুজনের জন্য ডিলাক্স শ্রেণি ১০ হাজার টাকা, যাত্রী প্রতি ইকোনমি চেয়ার ২ হাজার টাকা এবং যাত্রী প্রতি সুলভ শ্রেণি বা ডেকে ১৫০০ টাকা।
এমভি মধুমতি নৌযানে ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণে আগ্রহীরা ৯৬৬৯৪৭৮, ৯৬৬৭৯৭৩, ০১৭১৫৬৩৫৩৪১, ০১৭৫৩৯৯০৮২০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
প্রথম যাত্রায় এমভি মধুমতি ২৯ মার্চ রাতে যাত্রা শুরুর পর ৩০ মার্চ ভোরে বরিশালে যাত্রা বিরতি করতে জাহাজটি। এরপর মোংলায়ও যাত্রা বিরতি করবে। মোংলা থেকে বাগেরহাট হয়ে সুন্দরবনের ভেতর দিয়ে মধুমতি যাবে খুলনার কয়রার আন্টিহারায়। সেখানে হবে ইমিগ্রেশনের কাজ।
এরপর সাতক্ষীরার শ্যমনগর হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে যাবে। হলদিয়া থেকে যাবে কোলকাতা নৌবন্দরে। #
কনটেন্ট এডিটর