ট্র্যাভেলিং চট্টগ্রাম: শীত মৌসুমে পিকনিক আয়োজনের জন্য ফয়’স লেকে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড চট্রগ্রামে গড়ে তুলেছে ফয়’স লেক কনকর্ড, ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ড কনকর্ড এবং ফয়’স লেক রিসোর্ট।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট জানায়, পাহাড় আর লেকের সমন্বয়ে গড়ে তোলা এই নান্দনিক ফয়’স লেকে চলছে শীতকালীন পিকনিক অফার।
ফয়’স লেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রবেশ ও সব রাইড জনপ্রতি ২৩০ টাকা। এরসঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইডের জন্য বাড়তি ১৮০ টাকা।
করপোরেট প্যাকেজ প্রবেশ ও সব রাইড জনপ্রতি মাত্র ২৭০ টাকা। এইসঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইড নিতে চাইলে অতিরিক্ত ২১০ টাকা দিতে হবে।
ফয়’স লেকের সুবিশাল পিকনিক স্পটের জন্য কোনো ভাড়া লাগবে না।#
কনটেন্ট এডিটর