চট্টগ্রাম বিদেশে ভ্রমণ ভ্রমণ সংবাদ

চট্টগ্রাম থেকে মিলবে ফিলিপিনের ভিসা

ট্র্যাভেলিং চট্টগ্রাম: এখন চট্টগ্রাম থেকেই পাওয়া যাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপিনের ভিসা।

৭ ফেব্রুয়ারি থেকে নগরীর আগ্রাবাদের পাম ভিউ ভবনের দ্বিতীয় তলায় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার রাতে ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকায় ফিলিপিনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি. বানদিল্লো ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ উপলক্ষ্যে বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিপিন দূতাবাসের ভিসা অফিসার বার্লিন এ তলোসা বলেন, চট্টগ্রাম থেকে অনেকে ভিসার জন্য আবেদন করেন। তাই আমরা চট্টগ্রামে ভিসা সেন্টার চালুর সিদ্ধান্ত নিয়েছি। এতে ঢাকা কেন্দ্রের ওপর চাপও কিছুটা কমবে।

তিনি বলেন, প্রতি মাসে আড়াই থেকে চারশ মানুষ বাংলাদেশ থেকে আমাদের দেশে যায়। বিভিন্ন উৎসব ও ছুটির সময়ে এ সংখ্যা বাড়ে। ব্যবসার প্রসারের সাথে এ সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে ফিলিপাইনের অনারারি কনসাল এম এ আউয়াল বলেন, বেশ কিছুদিন চেষ্টা করে চট্টগ্রাম থেকে ফিলিপিনের ভিসা দেয়ার প্রক্রিয়া চালুর ব্যাপারে সফল হয়েছি। আবেদনের পর ফিলিপাইনের ভিসা পেতে সময় লাগবে ১০ কার্যদিবস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিপাইনের অনারারি কনসাল চট্টগ্রামের প্রধান নির্বাহী শেখ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ইপিজেড ইনভেস্টর এসোসিয়েশনের (বেপজিয়া) সাধারণ সম্পাদক আজিজুল বারী চৌধুরী জিন্নাহ।

ভারত ছাড়া কোনো দেশ চট্টগ্রাম থেকে ভিসা প্রদান করে না। ফিলিপিন বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চট্টগ্রামে ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে।

ফিলিপাইন বিশ্বের অন্যতম বৃহৎ দ্বীপপুঞ্জ। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ৭৬৪১টি দ্বীপ নিয়ে দেশটি গঠিত। এর দ্বীপগুলো বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য।

দেশটির চট্টগ্রাম ভিসা সেন্টারে পর্যটক, ব্যবসায়ী, সমুদ্রগামী নাবিক এবং সভা-সেমিনারে যোগদানকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন।#

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *