ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চলতি বছরের মার্চে বাংলাদেশ-ভারত পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার সচিবালয়ে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী মার্চে উভয় দেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে। এতে উভয় দেশের পর্যটকরা নৌপথে ভ্রমণ শুরু করবেন।
ভারতের সাথে বাংলাদেশের সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ আছে। তবে নৌপথে পর্যটকদের যাতায়াতের কোনো সুযোগ এখন নেই।
ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা বলেন, প্রথমে ভারতের একটি পর্যটক দল নৌপথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করবে।#
কনটেন্ট এডিটর