ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: এখন থেকে বাংলাদেশের নাগরিকরা চীন ভ্রমণে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।
৪ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর ঢাকার চীনা দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট অব ভার্বাল পাঠিয়ে ‘পোর্ট ভিসা’ সুবিধা দেওয়ার বিষয়টি জানিয়েছে।
জরুরী মানবিক প্রয়োজনে, ব্যবসার কাজে আমন্ত্রণ থাকলে, মেরামত কাজের জন্য, অন্যান্য জরুরী প্রয়োজনে এবং চীনা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পর্যটক হিসেবে চীনের বিমানবন্দরে পৌঁছে ৩০ দিন মেয়াদের এই ‘পোর্ট ভিসা’ সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
চীনা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে অনুরোধ জানানো হয়।#
কনটেন্ট এডিটর