ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: কাপ্তাই লেকে ঝড়ের কবলে পড়ে নিহত এক দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত ‘লাভ পয়েন্ট’ এখন পর্যটকদের অন্যতমে আকর্ষণে পরিণত হয়েছে।
২৯ ডিসেম্বর রাঙামাটির পলওয়েল পার্কে ‘লাভ পয়েন্ট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চার বছর আগে আলাউদ্দিন পাটোয়ারি ও আইরিন লিমা দম্পতি রাঙামাটিতে বেড়াতে আসেন।
২০১৪ সালের ১৯ মার্চ কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। তিন দিন পর ২২ মার্চ প্রবাসী এই দম্পতির আলিঙ্গনাবব্ধ নিথর দেহ ভেসে ওঠে লেকের জলে।
লীমা-আলাউদ্দিন দম্পতির বিরল এই ভালোবাসার নিদর্শন হিসেবে নির্মিত হয়েছে লাভ পয়েন্ট।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পর্যটকদের জন্য আকর্ষণ সৃষ্টি করা। বিশ্বের বিভিন্ন দেশে আছে। আমার যতদূর জানা বাংলাদেশে এধরণের লাভ লক পয়েন্ট এটাই প্রথম।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, রাঙামাটির যে পর্যটন সম্ভাবনা আছে তা যদি কাজে লাগানো হয় বিশ্বের কোনো দেশের চেয়ে আমরা পিছিয়ে থাকবো না।
বিশ্বাস ও আস্থার বন্ধন অটুট রাখতে লাভ পয়েন্টে তালা লাগিয়ে তার চাবি ফেলতে হয় লেকের জলে।
উদ্বোধনের পর নব বিক্রম কিশোর ত্রিপুরা ও তার স্ত্রী অনামিকা ত্রিপুরা দম্পতি লাভ পয়েন্টে তালা লাগিয়ে চাকি কাপ্তাই লেকের পানিতে ফেলে লাভ লকের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ।
ইতিমধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে রাঙামাটির ‘লাভ পয়েন্ট’।
ভ্রমণ পিপাসুরা পলওয়েল পার্কের নতুন এই আকর্ষণটি দেখতে ছুটে আসছেন প্রিয়জনকে নিয়ে। এখানে তালা লাগিয়ে ফেলছেন লেকের পানিতে। বিকেলে উপভোগ করছেন মোহময় প্রাকৃতিক সৌন্দর্য্য।
ফ্রান্সের প্যারিসে ‘লাভ লক ব্রিজ’ সারাবিশ্বে সুপরিচিত।
নানা দেশের মানুষ এই ব্রিজে জড়ো হয়ে ভালোবাসার বন্ধন অটুট রাখতে এখন তালা ঝোলান। ২০১৫ সাল পর্যন্ত ১০ লাখ তালা লাগানো হয়। পরে ব্রিজ ধ্বসে পড়ার আশঙ্কায় তালাগুলো অপসারণ করে নিলামে তোলা হয়।#
কনটেন্ট এডিটর