ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বাংলাদেশি পর্যটকদের জন্য খুলছে ভারতের আকর্ষণীয় পর্যটন স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম এবং সেভেন সিস্টারের অরুণাচল প্রদেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ২০ নভেম্বর এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
২২ নভেম্বর থেকে এসব স্থানে যেতে আবেদনের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
নিরাপত্তাসহ নানা কারণে দার্জিলিং লাগোয়া মেঘ-পাহাড় বরফের সিকিম, গ্যাংটকসহ লাদাখ এবং সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য।
ভারত সরকারের নতুন সিদ্ধান্তের ফলে যাদের এরই মধ্যে ভারতের ভিসা আছে তারা চাইলে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে ঢুকে একটি ফরম পূরণ করে অনুমতির আবেদন করতে পারবেন।
আর যারা নতুন করে ভিসার জন্য আবেদন করবেন তারাও এর জন্য আলাদা ফরম পূরণ করে ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে পারবেন।
নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতের সব জায়গায় বাংলাদেশিরা যাওয়ার অনুমতি পাবে।#
কনটেন্ট এডিটর