বিদেশে ভ্রমণ ভ্রমণ সংবাদ

ভারতীয় ভিসায় অতিরিক্ত রুট অনুমোদন পাবেন অনলাইনে

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সেবা ২২ নভেম্বর থেকে চালু হয়েছে।

২০ নভেম্বর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (অাইভেক), বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ নভেম্বর থেকে বৈধ ভিসার অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গ্রহণ করা হবে।

এই সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি হিসেবে আইভিএসিকে ৩০০ টাকা দিতে হবে।

সব আইভিএসিতে অতিরিক্ত রুট অনুমোদনের এই আবেদন জমা দেয়ার জন্য আলাদা কাউন্টার থাকবে।

একজন আবেদনকারী বিদ্যমান ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দুটি রুটের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে ভারতীয় হাই কমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটগুলোতে https://www.hcidhaka.gov.in/pdf/endorsementofportapplicationform.pdf ও http://www.ivacbd.com/Other-Forms আবেদন ফর্ম পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন থেকে ভারতীয় হাই কমিশন, ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাই কমিশনসমূহে অতিরিক্ত রুট অনুমোদনের কোন আবেদন গ্রহণ করা হবে না।

বিপুল সংখ্যক বাংলাদেশি চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কারণে ভারত ভ্রমণ করলেও ভিসা নেওয়ার পর নতুন রুট অনুমোদন করাতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছিল। অতিরিক্ত রুট অনুমোদনের এই সুযোগ চালু হওয়ায় ভোগান্তি লাঘব হতে পারে। #

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *