চট্টগ্রাম দেশে ভ্রমণ

ওয়ার সিমেট্রি: সবুজের কোলে এক যুদ্ধ সমাধি

সুমন গোস্বামী:

চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে বাদশা মিয়া চৌধুরী সড়কে পাহাড়ে ঢালে সবুজে ঘেরা এক প্রাঙ্গন ওয়ার সিমেট্রি। প্রথম দেখায় মনে হতে পারে যেন সাজানো গোছানো এক বাগান। আসলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অঞ্চলে মৃত্যুবরণকারী সেনাবাহিনী ও বিমান বাহিনীর ৭৫৫ জন যোদ্ধার সমাধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ক্যাম্পাসের পাশেই ইতিহাসের সাক্ষ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ওয়ার সিমেট্রি। ইট-পাথরের যান্ত্রিক জীবনে কোলাহলের মধ্যেই শ্যামল প্রকৃতি ঘেরা এক ভিন্ন জগত।

গাছে গাছে ফুলের সমারোহ। এমনকি মাঝে মাঝে দেখা মিলবে পাখিদেরও। জীবনের এত আয়োজন ওয়ার সেমিট্রিতে সমাহিতদের কাছে পৌঁছায় না হয়তো। তবে ইতিহাস ও প্রকৃতিপ্রেমী যে কাউকে টানবে প্রকৃতির এই বর্ণিল আয়োজন।

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি প্রায় ৪ একর জায়গা জুড়ে। পুরো ওয়ার সিমেট্রি খুব সাজানো গোছানো অপরুপ সুন্দর। দেখতে মনে হবে সবুজের চাদর বিছানো। এর মধ্যে রয়েছে ইতিহাসের কিছু কথা মালাও।

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি ইতিহাস-

ওয়ার সিমেট্রির মূল গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন সমাধিগুলো মাঝখানে বিশালকারের একটি ত্রুশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে রয়েছে ছোট একটি প্রার্থনা ঘর। সেখানে বাংলা ও ইংরেজিতে তৎকালীন ইতিহাস ও মানচিত্র দেয়া আছে। সর্বমোট ৭৫৫টি যুদ্ধকালীন সমাধি রয়েছে এর মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৩ জন সৈনিক এবং ১৯৪ জন বৈমানিক রয়েছেন। যুদ্ধকালীন  সমাধি ছাড়া ও ৪টি সমাধি রয়েছে এখানে।

চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে যেসব দেশের নাগবিকদের সমাধি আছে এরমধ্যে আছেন যুক্তরাজ্যের ৩৭৮ জন, কানাডার ২৫ জন, জাপানের ১৯ জন, অস্ট্রেলিয়ার ৯ জন, নিউজিল্যান্ডের ২ জন, অবিভক্ত ভারত, বাংলাদেশ ও পাকিস্তান ২১৪ জন, পূর্ব আফ্রিকার ১১জন, পশ্চিম আফ্রিকার ৯০ জন, মায়ারমার (বার্মার)২ জন এবং নেদারল্যান্ডসের ১জন।

এছাড়া সমাধিগুলোর ডান পাশে একটি রেজিস্ট্রার আছে। তাতে লেখা- ১৯৩৯ থেকে ১৯৪৫ সনে যেই ৬৫০০ জন নাবিক ও বাণিজ্য জাহাজের লস্কর দেশমাতৃকার সেবার মৃত্যুবরণ করেছিলেন সমুদ্রের অতলে, তল ভিন্ন যাহাদের আর কোন সমাধি নাই এই পুস্তকে তাদের নাম রয়েছে।

প্রবেশের সময়সূচি-

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি প্রায় ৪ একর জায়গাতে অবস্হিত। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত এবং বিকালে ২টা থেকে ৫টা পযর্ন্ত সাধারণ দশর্নার্থীদের জন্য প্রবেশে উন্মুক্ত থাকে। ওয়ার সিমেট্রি মূল গেট দিয়ে ঢুকতে একটি নোটিশ বোর্ড দেখতে পাবেন। তাতে দর্শনার্থীদের জন্য কিছু তথ্য দেওয়া আছে। তবে দুই ঈদের ৩দিন করে বন্ধ থাকে ওয়ার সিমেট্রি। চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে একজন তত্ত্বাবধায়কের অধীনে ৫জন কর্মকর্তা আছেন।

যেভাবে যাবেন– চট্টগ্রাম শহরের জিইসি মোড় থেকে পূর্ব দিকে প্রবর্তক মোড়ের আগে বাদশা মিয়া চৌধুরী সড়ক ধরে একটু গেলে দেখতে পাবেন বিশাল এলাকা জুড়ে সবুজে ঘেড়া খুব সুন্দর ওয়ার সিমেট্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *