ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বিশ্বের ৪৪ দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন।
অার্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্স অনুসারে বাংলাদেশের অবস্থান ৮৩ তম স্থানে।
এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর ও জার্মানি। এ দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৬৫ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে।
দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যাণ্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইটালি, ন্যাদারল্যান্ডস, স্পেন, নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশের নাগরিকরা ১৬৪ টি দেশে ভ্রমণ করতে পারবে ভিসা ছাড়াই।
তৃতীয় স্থানে আছে বেলজিয়াম, অস্ট্রিয়া, জাপান, গ্রিস, পর্তুগাল, সুইটজারল্যান্ড, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডা।
বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন তার মধ্যে আছে এশিয়ার- ভুটান (ভিসামুক্ত ১৪ দিন), ইন্দোনেশিয়া (ভিসামুক্ত), মালয়েশিয়া (ই-ভিসা ৩০ দিন), মালদ্বীপ (অন-অ্যারাইভাল ভিসা), শ্রীলংকা (ই-টিএ), পূর্ব তিমুর (অন-অ্যারাইভাল) এবং নেপালে (অন-অ্যারাইভাল ভিসা), কম্বোডিয়া (অন-অ্যারাইভাল এবং ই-ভিসায় ৯০দিন) এবং মিয়ানমার (ই-ভিসা ২৮দিন)।
এছাড়া কাতারে পাবেন ই-ভিসায় ২৮ দিন ভ্রমণের সুযোগ।
আফ্রিকার দেশগুলোর মধ্যে- বেনিন (ই-ভিসা), কেপ ভার্ডি আইল্যান্ড (অন-অ্যারাইভাল ভিসা), কোমোরো আইল্যান্ড (অন-অ্যারাইভাল ভিসা), জিবুতি (ই-ভিসা), গাম্বিয়া (ভিসামুক্ত), গিনি-বিসাও (অন অ্যারাইভাল ও ই-ভিসা), কেনিয়া (ই-ভিসা ৯০ দিন), লেসুটো (ভিসামুক্ত), মাদাগাসকার (অন-অ্যারাইভাল ভিসা), মৌরিতানিয়া (অন-অ্যারাইভল ভিসা), মোজাম্বিক (অন-অ্যারাইভাল ভিসা), রুয়ান্ডা (অন-অ্যারাইভাল, ই-ভিসা ৩০দিন), সিসিলি (ট্যুরিস্ট রেজিস্ট্রেশন), সোমালিয়া (অন-অ্যারাইভাল ৩০দিন), টোগো (অনঅ্যারাইভাল ৭ দিন) ও উগান্ডা (অন-অ্যারাইভাল ও ই-ভিসা), ইথিওপিয়া (ই-ভিসা) এবং গ্যাবন (ই-ভিসা)।
ওশেনিয়ার দেশগুলোর মধ্যে যেতে পারবেন ফিজি (ভিসামুক্ত), মাইক্রোনেশিয়া (ভিসামুক্ত), নিউএ, সামোয়া (অন-অ্যারাইভাল ভিসা), টুভুলো (অন-অ্যারাইভাল) এবং ভানুয়াতুতে (ভিসামুক্ত ৩০দিন)।
ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে আছে বাহামা (ভিসামুক্ত ৯০ দিন), বারবাডোজ (ভিসামুক্ত ১৮০ দিন), ডমিনিকা (ভিসা মুক্ত ১৮০ দিন), গ্র্যানাডা (ভিসামুক্ত), হাইতি (ভিসামুক্ত ৯০ দিন), জ্যামাইকা (ভিসামুক্ত), মানসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (ভিসামুক্ত ৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্যা গ্রেনাডিনস (ভিসামুক্ত) এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ভিসামুক্ত)।
আমেরিকার দেশগুলোর মধ্যে বলিভিয়ায় অন-অ্যারাইভাল এবং ই-ভিসায় ৯০দিন ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশিরা।আর আইভোরি কোস্টে পাবেন প্রি এনরোলমেন্ট সুযোগ।
তবে ইউরোপ দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে না
কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়েই কতগুলো দেশ ভ্রমণ করতে পারে তার উপর ভিত্তি করেই এ তালিকা করা হয়।#
কনটেন্ট এডিটর