ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ২০১৯ সালে বিশ্বের সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যের তালিকায় সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ।
বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড প্রকাশক লোনলি প্ল্যানেট সম্প্রতি ২০১৯ সালের জন্য বিশ্বের সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যের একটি তালিকা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আছে এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আছে সুন্দরবন জাতীয় উদ্যোন।
এছাড়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান ষাট গম্বুজ মসজিদ এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহারের কথাও উল্লেখ করা হয়েছে।
লোনলি প্ল্যানেটের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বৈচিত্র্যে ভরপুর এক দেশ। এর একেকটি শহর একেক রকম।বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য বাংলাদেশ খুব সাশ্রয়ী এক ভ্রমণ গন্তব্য বলেও উল্লেখ করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের পাশাপাশি ভ্রমণ ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিয়ে থাকে।
প্রতি বছর সস্তায় বিশ্ব ভ্রমণের তথ্য দিয়ে একটি তালিকা করে থাকে লোনলি প্ল্যানেট।
২০১৯ সালের জন্য করা এই তালিকায় প্রথম স্থানে অাছে- মিসর। সেখানকার সাউদার্ন নিল ভ্যালি ইতিহাস প্রিয় পর্যটকদের প্রধান গন্তব্য হবে বলেও মন্তব্য করা হয় প্রতিবেদনে।
তালিকায় অন্য স্থানগুলোর মধ্যে দ্বিতীয় পোল্যান্ডের শহর ওজ, তৃতীয় যুক্তরাষ্ট্রের গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক, চতুর্থ মালদ্বীপ, পঞ্চম যুক্তরাষ্ট্রের হিউস্টন, ষষ্ঠ ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, অষ্টম আলবেনিয়া, নবম ইকুয়েডর এবং দশম স্থানে আছে ইউরোপের দেশ স্লোভেনিয়া।#
কনটেন্ট এডিটর