ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ভ্রমণ মৌসুমে পর্যটকদের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে।
ট্যুর প্যাকেজ, বিমান ভাড়া ও হোটেল ভাড়া বিকাশের মাধ্যমে পরিশোধ করলে এই সুযোগ মিলবে।
ভ্রমণ মৌসুমে সাশ্রয়ী পর্যটনের সুযোগ দিতেই এই ছাড়ের সুযোগ দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড়ের আওতায় ছাড়ের সুযোগ পাবেন গ্রাহকরা।
দেশীয় বেসরকারি বিমান সংস্থা, ট্যুর অপারেটর ও হোটেলের প্রমোশনাল অফারগুলোর পেমেন্ট বিকাশ করলে গ্রাহকরা সরাসরি ডিসকাউন্টের সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দ্যা কক্স টু ডে, প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, নাজিমগড় রিসোর্ট, নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফিডেন্স সেন্টার, শায়রা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট, এওট্রেক ট্যুরিজম লিমিটেড, ট্র্যাভেল জু বাংলাদেশ, আইটিএস হলিডেজ লিমিটেড এবং নন্দন পার্ক এই অফারের সাথে যুক্ত।
বিকাশ অ্যাপ অথবা USSD এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা অংশগ্রহণকারী মার্চেন্টগুলো থেকে কেনা রিসোর্ট প্যাকেচ, হোটেল ভাড়া ও বিমান টিকেটের ওপর ডিসকাউন্ট পাবেন।
এই অফার শুধুমাত্র অংশগ্রহণকারী মার্চেন্টদের প্রস্তাবিক প্যাকেজ ও অফারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একেকটি অফারে ছাড়ের হার একেক রকম।
বিস্তারিত জানতে পারবেন এই ঠিকানায়: https://www.bkash.com/bn/travel_discount। #
কনটেন্ট এডিটর