ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বাংলাদেশে নদী কেন্দ্রিক পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘সমৃদ্ধি ও বৈচিত্র্যে নদী পর্যটন- বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের।
১ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
নদী মাতৃক বাংলাদেশের প্রতিটি নদীরই আছে বাহারি নাম, বৈচিত্র্যময় রং-রুপ আর আলাদা সংস্কৃতি। অন্য দেশের মত তাই বাংলাদেশেও নদী কেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা অপরিসীম।
নদী কেন্দ্রিক পর্যটন হতে পারে বাংলাদেশের রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম।
নদীকে ঘিরে পর্যটন উৎসাহিত করতে প্রয়োজন প্রচারণা, ট্যুর পরিচালনা ও ট্যুর প্ল্যান।
পর্যটনের এই খাতকে এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ নদী পরিব্রাজক দল (Banpod) এবং ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারে নদী পর্যটন নিয়ে গবেষণা উপস্থাপন, তথ্যচিত্র প্রদর্শন, বিশেষজ্ঞ মতামতসহ উন্মুক্ত আলোচনা করা হবে।
উপস্থিত থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর নদী পর্যটন নিয়ে কাজ করতে আগ্রহী বিভিন্ন স্তরের ট্যুরিজম ব্যবসায়ী প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আফজাল, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিঅাইজি মল্লিক ফখরুল ইসলাম এবং ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবীর। অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরীয়া।
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ফেস্টিভ এন্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম এর পরিচালক মাসুদুল হাসান জায়েদী।#
কনটেন্ট এডিটর