উড়াউড়ি উৎসব ও মেলা চট্টগ্রাম ভ্রমণ যাতায়াত

ইউএস-বাংলার সব রুটের ফ্লাইটে ১৫ শতাংশ ছাড়

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশি-বিদেশি সব রুটের ফ্লাইটের ভাড়ায় ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।

২৫ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী চট্টগ্রাম ট্রাভেল মার্ট উপলক্ষে এ ছাড় দেওয়া হয়।

চট্টগ্রামের হোটেল দ্যা পেনিনসুলায় শনিবার পর্যন্ত এই মেলা চলবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট, দোহা ও ঢাকার পথে ফ্লাইট পরিচালনা করে।

পাশাপাশি ঢাকা থেকে কলকাতা, দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক এবং গুয়াংজু রুটেও ফ্লাইট পরিচালনা করে।

চট্টগ্রামের ট্যুর অপারেটরদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের হলিডে প্যাকেজে স্পেশাল অফার দিচ্ছে। মেলা থেকে ইউএস-বাংলার সব ধরনের অফারসহ যেকোনো রুটের টিকিট কেনার সুযোগ আছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে 13605 অথবা 09666713605 অথবা +8801777777800-806 নম্বরে যোগাযোগ করতে পারেন। ##

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *