ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম থেকে ভ্রমণ বিষয়ক প্রথম অনলাইন পত্রিকা ট্র্যাভেলিং চট্টগ্রাম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ট্র্যাভেলিং চট্টগ্রাম এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্র্যাভেলিং চট্টগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ।
‘আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন পত্রিকাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. অনুপম সেন বলেন, ভ্রমণ বিশ্বের প্রাচীনতম কাজ। মানুষ নানা কারণে ভ্রমণ করে। জীবিকার জন্য ও আনন্দের জন্য। মানুষ প্রকৃতির কাছে যেতে চায়।
“চট্টগ্রামের আছে সমুদ্র ও পর্বতের মধুর ধ্বনির সম্মিলন। নানাভাবে চট্টগ্রাম একটি অসাধারণ সুন্দর স্থান। বাংলাদেশও খুব অসাধারণ, কত জায়গা দেখার আছে’।
ড. অনুপম সেন বলেন, বিদেশের বহু মানুষ বাংলাদেশকে দেখতে চায়। আর বাংলাদেশিরা চায় বিশ্ব দেখতে। আশাকরি তরুণরা ট্র্যাভেলিং চট্টগ্রামের চোখে বিশ্ব দেখবে।
“ট্র্যাভেলিং চট্টগ্রাম এগিয়ে যাক। এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী বলেন, বিশ্বকে জানার দুটো উপায়- বই পড়া এবং বিশ্ব ভ্রমণ।
“চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে অনেক আগেই এধরণের উদ্যোগ নেওয়া উচিত ছিল। আজ যারা উদ্যোগ নিয়েছেন তাদের সাধুবাদ জানাই।”
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক স্থান। এখান থেকে এমন উদ্যোগই প্রত্যাশিত। ট্র্যাভেলিং চট্টগ্রামকে অভিনন্দন।
অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, পর্যটনের জন্য প্রয়োজনীয় সব সম্পদ আছে। শুধু প্রয়োজন যথাযথভাবে বিশ্ব দরবারে উপস্থাপন।
অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া বলেন, এমন সুন্দর আয়োজন সত্যিই অভিনব ও অসাধারণ।
ধন্যবাদ জ্ঞাপন করেন ট্র্যাভেলিং চট্টগ্রাম এর প্রকাশক কাজী এএমএম মমতাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান সম্পাদক শরীফ চৌহান।
কঙ্কন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্র্যাভেলিং চট্টগ্রামের লোগো উন্মোচন করা হয়। লোগোটি ডিজাইন করেছেন শিল্পী আলোকময় তলাপত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্র্যাভেলিং চট্টগ্রামের পরিচালক অমর বিন্দু চৌধুরী এবং সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান।
দেশ-বিদেশের ভ্রমণ সংক্রান্ত সব খবর পরিবেশনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই অনলাইন পত্রিকাটি সাজানো হয়েছে ১০টি বিভাগে। ভ্রমণ পিপাসু পর্যটক নিজেদের অভিজ্ঞতা প্রকাশের সুযোগ পাবেন ‘ভ্রমণ কাহিনী’ বিভাগে। পাশাপাশি থাকছে ‘ভ্রমণ সংবাদ’। এছাড়া দেশে ও বিদেশের ভ্রমণ বিষয়ক পৃথক বিভাগ।
বৃহত্তর চট্টগ্রাম বিভাগের পর্যটনের সব খবর তুলে ধরা হবে ‘চট্টগ্রাম’ বিভাগে। আছে ‘প্রত্নতত্ত্ব’ এবং ‘উৎসব ও মেলা’ বিভাগ।
ভ্রমণের অন্যতম প্রধান অনুষঙ্গ ‘ভ্রমণ যাতায়াত’ শীর্ষক বিভাগে থাকছে সরকারি-বেসরকারি বিমান সংস্থা এবং সড়ক-নৌ ও রেলপথে ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য।
পর্যটকরা নতুন কোনো স্থানে বেড়াতে গেলে সেখানকার ঐতিহ্যবাহী ও সুস্বাদু সব খাবারের স্বাদ নিতে চান। খাবার-দাবারের খোঁজ দিতে থাকছে ‘ভোজন’ বিভাগ।
এছাড়া ট্র্যাভেলিং চট্টগ্রামের ফেসবুক পেইজ ইতিমধ্যে চালু করা হয়েছে।
বিভিন্ন দর্শনীয় ভ্রমণ গন্তব্যের আকর্ষণীয় সব ছবি দিয়ে সাজানো হয়েছে ‘ছবিঘর’। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় আছে ভিডিও ফিচার। সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেল।#
কনটেন্ট এডিটর