উড়াউড়ি দেশে ভ্রমণ বিদেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

নভোএয়ারের ফ্লাইট বাড়লো ৪টি

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: দেশি ও আন্তর্জাতিক  রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

যাত্রী চাহিদা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ২৪ অক্টোবর নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর) থেকে কলকাতা রুটে প্রতিদিন দুইটি, কক্সবাজার রুটে পাঁচটি, সিলেট রুটে দুইটি ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা হবে ।

এখন নভোএয়ার প্রতিদিন কলকাতায় একটি, কক্সবাজারে চারটি, সিলেটে একটি ও বরিশাল রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে।

এসব রুটের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটেও প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার।

একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে এই প্রতিষ্ঠানটি।

এছাড়া ভ্রমণপ্রিয়দের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণের জন্য নভোএয়ারের রয়েছে দুই রাত তিন দিনের প্যাকেজ।##

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *