উড়াউড়ি উৎসব ও মেলা চট্টগ্রাম দেশে ভ্রমণ বিদেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

চট্টগ্রাম ট্রাভেল মার্টে রিজেন্টের ছাড়

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট’ উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ১২টি রুটে টিকেটমূল্যে ১২ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট এয়ারওয়েজ জানায়, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, দোহা, দাম্মাম ও মাসকাট আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ রুটের টিকেটে এই ছাড় দেওয়া হবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর হোটেল পেনিনসুলায় শুরু হচ্ছে তিন দিনের এই ট্রাভেল মার্ট।

পাশাপাশি বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজও দিচ্ছে রিজেন্ট হলিডেজ। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর ট্রান্সফারসহ ভ্রমণের নানা সুবিধা আছে হলিডে প্যাকেজে।

বিমানসংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসর্ট এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়।

মেলায় রিজেন্ট এয়ারওয়েজ প্যাভিলিয়নে ছাড়কৃত টিকেট ও হলিডে প্যাকেজ পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে টিকেট ও প্যাকেজ কিনতে পারবেন।

টিকেট বা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।#

কনটেন্টি এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *