ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট-২০১৮’ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
নগরীর দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে ২৫-২৭ অক্টোবর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেল।
কোনো প্রবেশমূল্য ছাড়াই মেলায় প্রবেশ করা যাবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটরের উদ্যোগে এই মেলা হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মেলায় অংশ নেবে বিভিন্ন বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক, চিকিৎসা ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ২০টি প্রতিষ্ঠান।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে- ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, বি ফ্রেশ, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, ফ্ল্যামিঙ্গো ট্যুরস, অবকাশ ডটকম, ড্রিম ওয়ার্ল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকেটসহ বিভিন্ন ট্যুর প্যাকেজ, হোটেল রুমে ছাড় দেবে। #
কনটেন্ট এডিটর