ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বে আন্তর্জাতিক পর্যটকের প্রবৃদ্ধি ৬ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও)।
১০ অক্টোবর প্রকাশিত ইউএনডব্লিউটিও’র ট্যুরিজম ব্যারোমিটারে সংস্থাটি জানায়, বিশ্বের সবগুলো অঞ্চলেই ২০১৮ সালের জানুয়ারি-জুন এই ছয় মাসে পর্যটক আগমনে জোরালো প্রবৃদ্ধি ঘটেছে।
এসময়ে বিশ্বে পর্যটন গন্তব্য হিসেবে এগিয়ে আছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপ। এশিয়া ও প্রশান্ত মহাসগারীয় অঞ্চলে বছরের প্রথম ছয় মাসে পর্যটক প্রবৃদ্ধি সর্বোচ্চ ৭ দশমিক চার শতাংশ। আর ইউরোপে এই হার ৬ দশমিক আট শতাংশ।
বিশ্বের সবগুলো অঞ্চল মিলিয়ে প্রবৃ্দ্ধির হার ৬ দশমিক এক শতাংশ।
এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পর্যটকের আনাগোনা বেড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এ অঞ্চলে পর্যটক প্রবৃদ্ধি ৯ দশমিক চার শতাংশ, যা সাম্প্রতিকালে সর্বোচ্চ।
বছরের প্রথম অর্ধে সাধারণত ৪৫ শতাংশ পর্যটক ভ্রমণ করেন। আর শেষ অর্ধে ভ্রমণে বের হন ৫৫ শতাংশ পর্যটক। এই প্রবণতা অনুসরণ করলে এ বছর আন্তর্জাতিক পর্যটকের প্রবৃদ্ধি গত বছরের প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে যেতে পারে।
২০১৭ সালে আন্তর্জাতিক পর্যটক প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল।
সে ধারা অব্যাহত রেখে এবছর পর্যটক সংখ্যা বৃদ্ধির হার গত বছরের অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশা বিশ্ব সংস্থাটির।
ইউএনডব্লিউটিও’র মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি বলেন, ২০১৮ সালের প্রথম অর্ধের প্রবৃদ্ধি প্রতিবেদন আবারো এই খাতের অবিরাম প্রবৃদ্ধি ও সক্ষমতা প্রমাণ করেছে। আমরা অনেক সহযোগীদের সাথে কাজ করে চলেছি যাতে এই প্রবৃদ্ধিকে ভাল চাকরি, সমাজের জন্য আরো উপকারী, স্থায়ী জীবিকার অধিক সুযোগ এবং গন্তব্যে রূপান্তর ঘটাতে পারি।
বিদেশি পর্যটকদের গন্তব্য তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়া। আর এশিয়ায় পছন্দের প্রথম দুই গন্তব্য ভারত ও দক্ষিণ কোরিয়া।
আর পর্যটন ব্যয়ে গতবারের মত শীর্ষ স্থান ধরে রেখেছে চীনের পর্যটকরাই।
বিশ্বের অন্য অঞ্চলগুলোর মধ্যে এ বছরের প্রথম ছয় মাসে মধ্য প্রাচ্যে ৪ দশমিক ছয় শতাংশ, আফ্রিকাতে ৪ শতাংশ এবং আমেরিকাতে ৩ দশমিক তিন শতাংশ পর্যটক প্রবৃদ্ধি হয়েছে।
২০১৭ সালে পর্যটন গন্তব্যের শীর্ষে ছিল ইউরোপ। সেখানে আন্তর্জাতিক পর্যটক প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক চার শতাংশ। পাশাপাশি এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গেল বছরে পর্যটক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ছয় শতাংশ।#
কনটেন্ট এডিটর