ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ১২টি রুটে টিকেটের মূল্যে ১২ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিন দিনে বিআইটিএফ পর্যটন মেলা। এবারের মেলার অন্যতম স্পন্সর রিজেন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট এয়ারওয়েজের সিসিও হানিফ জাকারিয়া জানান, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, দোহা, দাম্মাম ও মাসকাট আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম ও কক্সবাজার আভ্যন্তরীন রুটে টিকেটের মূল দামের উপর এই ছাড় দেয়া হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজেও দিচ্ছে সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ।
ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফারসহ ভ্রমণের নানা সুবিধা আছে হলিডে প্যাকেজে।
মেলায় রিজেন্ট এয়ারওয়েজ প্যাভিলিয়নে ছাড়কৃত টিকেট ও হলিডে প্যাকেজ পাওয়া যাবে।
এছাড়া, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য%) সহজ কিস্তিতে এই টিকেট ও প্যাকেজ কিনতে পারবেন।
টিকেট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।#
কনটেন্ট এডিটর