ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: সমুদ্র শহর কক্সবাজারের বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হবে ২০২০ সালের মধ্যেই।
মঙ্গলবার একনেকের সভায় ‘কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন।
সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এ বিমানবন্দরের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে কক্সবাজার একটি বাণিজ্যিক হাব হবে।
“কুনমিং, সিঙ্গাপুর ও ব্যাংককসহ অনেক শহরের সঙ্গে এ শহরের সরাসরি যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।”
প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরে পৃথিবীর সবচেয়ে বড় বিমান ‘এয়ারবাস এ৩৮০’ যেন নামতে পারে, সেভাবে তৈরি করা হবে’।
পর্যটন শিল্পের বিকাশ ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নে ৩০২ কোটি টাকার প্রকল্পটি নেওয়া হয় ২০০৯ সালে।
এর আওতায় ২০১৫ সালে কিছু সম্প্রসারণ কাজ সম্পাদিত হয়।
তৃতীয় দফায় সংশোধন করে প্রকল্পের ব্যয় ২ হাজার ১৫ কোটি টাকা করা হল।
২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।#
কনটেন্ট এডিটর