ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ রেখে সমুদ্র শহর কক্সবাজার এবং ভারতের কলকাতা ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
১ অক্টোবর ঘোষণা করা এই প্যাকেজের আওতায় সর্বনিম্ন ১,৭৭৭ টাকা কক্সবাজার এবং সর্বনিম্ন ২,৯৯৯ টাকা কলকাতায় মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিন ভ্রমণের সুযোগ মিলবে।
এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮ টি ও কলকাতার ৩টি পাঁচ তারকা মানের হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
এই প্যাকেজের মাধ্যমে নিসর্গ হোটেল এন্ড রিসোটর্, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপে থাকার সুবিধা রয়েছে।
এছাড়া কলকাতায় দি ওবেরয় গ্র্যান্ড, দি পিয়ারলেস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে থাকার সুবিধা রয়েছে।
ভ্রমণ পিপাসুরা মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। শীতকালীন সময়সূচীতে এসব রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করছে নভোএয়ার।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.flynovoair.com/holidays অথবা কল করুন ১৩৬০৩ নম্বরে। #
কনটেন্ট এডিটর