ট্র্যাভেলিং চট্টগ্রাম প্রতিবেদন:
বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের দ্রুত বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র সরোবরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, বিশ্বের ১৮৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৬০ নম্বরে। ১০ বছর পর বাংলাদেশ ১৮তম অবস্থানে চলে আসবে।”
“এ জন্য দরকার পর্যটন শিল্পে দ্রুত বিনিয়োগ। সরকারও চাইছে দেশি বিদেশি উদ্যোক্তাদের সুযোগ সুবিধা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। প্রধানমন্ত্রী পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছেন।”
মন্ত্রী বলেন, ইতিমধ্যে পর্যটন বিশ্বব্যাপী একক বৃহত্তম শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত ছয় দশক ধরে নতুন নতুন পর্যটন গন্তব্য চিহ্নিত হওয়ার পাশাপাশি যেসকল স্থানে বিনিয়োগের মাধ্যমে ব্যবসার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার সংস্থানে অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিদেশি পর্যটকদের আমরা এদেশে আকৃষ্ট করার জন্য আমাদের যা যা করার তা আমরা এখনো করতে পারিনি। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি। সেখানে পর্যটকদের জন্য তাদের অনেক সুযোগ সুবিধা আছে।
“আশাকরি সুজলা সুফলা শস্য শ্যামল সুন্দর আমাদের এই বাংলাদেশ যদিও ছোট এখানে অনেক কিছু দেখার ও জানার আছে।”
শাহজাহান কামাল বলেন, যারা উদ্যোক্তা যারা পর্যটন শিল্পে কাজ করবে তাদের আমি আহ্বান করব, আর বসে থেকে লাভ নেই। আপনারা কাজ শুরু করে দেন। শুধু বক্তৃতা আলোচনা করে যদি চলে যাই তাহলে তো হবে না।
“সময়ের পরিবর্তন ও চাহিদা অনুসারে বৈশ্বিক প্রেক্ষাপটে ট্যুরিজম ভিন্ন মাত্রা পেয়েছে। হেলথ ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম- অনেক কিছু এখানে আছে। এডভ্যাঞ্চার, এডুকেশন, মেডিক্যাল, হালাল ও রিলিজিয়াস ট্যুরিজম এ শিল্পকে বহুমাত্রিক ব্যঞ্জনা দিয়েছে।তাই পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ অপরিহার্য।”
ওয়ার্ল্ড ট্যাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) এর তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে এ মুহুর্তে ১১ লাখ ৩৮ হাজার ৫০০ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতে সম্পৃক্ত। ২০২৬ সালে বাংলাদেশে শুধু এ খাতে প্রত্যক্ষভাবে ১২ লাখ ৫৭ হাজার লোক কাজ করবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, আটাব, কোয়াব ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তিন দিনের এ আয়োজনে বিভিন্ন বেসরকারি ও পর্যটন সংশ্লিষ্ট সরকারি সংস্থা অংশ নিচ্ছে।#
কনটেন্ট এডিটর