উড়াউড়ি বিদেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

১৬ হাজার টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা

ট্র্যাভেলিং চট্টগ্রাম প্রতিবেদন: ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো’র পর এবার এশিয়ার আরেক বাজেট এয়ারলাইন থাই লায়ন এয়ার যাত্রা শুরু করছে ঢাকা থেকে।

বাজেট এয়ারলাইন বা কম খরচের একাধিক বিমান সংস্থা বাংলাদেশ থেকে ফ্লাইট শুরু করায় যাত্রীদের খরচ কমবে আর প্রতিযোগিতা বাড়বে দেশি-বিদেশি বিমান সংস্থাগুলোর মধ্যে।

এবার মাত্র ১৬ হাজার টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা পথে বিমান ভাড়া নির্ধারণ করে সপ্তাহে ৭দিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিল থাই লায়ন এয়ার।

এরআগে গত ১ অগাস্ট থেকে ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে পাঁচ হাজার টাকায় টিকেট বিক্রি শুরু করে ভারতীয় বাজেট এয়ারলাইন ইন্ডিগো।

২২ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে বিমান সংস্থাটি তাদের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

২ অক্টোবর থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা পথে শুরু হতে যাওয়া ফ্লাইটের ভাড়া পড়বে মাত্র ১৬ হাজার ৮৩ টাকা। যা এই রুটে সর্বনিম্ন ভাড়া।

ব্যাংককের ডন মিয়াং বিমান বন্দরের উদ্দেশ্য উড়বে থাই লায়ন এয়ার।

প্রত্যেক যাত্রী এই ভাড়ায় ২০ কেজি ব্যাগেজ ও ১৫ কেজি স্পোর্টস ব্যাগেজ বহন করতে পারবেন।

ব্যাংককের পাশাপাশি থাইল্যান্ডের অন্য রুটগুলোতেও সাশ্রয়ী ভাড়ার অফার দিচ্ছে খাই লায়ন। এরমধ্যে ঢাকা থেকে ফুকেট ১৯ হাজার ৩৬৫টাকা হয়ে ঢাকা এবং ১৯ হাজার ২৮২ টাকায় ঢাকা থেকে ক্র্যাবি হয়ে ঢাকা রুটের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২৬ হাজার ৬৪৯ টাকায় চীনের গুয়াংজু, ২৪ হাজার ০২৮ টাকায় জাকার্তা, ২৯ হাজার ৪৩২ টাকায় তাইপে এবং ২২ হাজার ২২৫ টাকায় সিংগাপুরের রিটার্ন টিকেট দিচ্ছে থাই লায়ন এয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে থাই লায়ন এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ফ্যাং, হেড অব কমার্শিয়াল সুরাভানান রামস্বামী, সেল ম্যানেজার পিনরুজা ইয়াসিনতর্ন, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিনন সুয়ান্নাপংসি উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ডিসেম্বরে থাইল্যান্ডে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু লায়ন এয়ারের।

বর্তমানে বোয়িং ৭৩৭-৯০০,৭৩৭-৮০০, এয়ারবাস এ৩৩০-৩০০ সহ মোট ৩২টি উড়োজাহাজ রয়েছে তাদের।

বিস্তারিত জানতে পারবেন থাই এয়ারের ওয়েব ঠিকানায় www.lionairthai.com  ।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *