ট্রাভেলিং চট্টগ্রাম ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণা’র স্বপ্নযাত্রা ৫ সেপ্টেম্বর দুপুরে শুরু হবে।
এদিন আকাশবীণা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই রাতেই ঢাকা থেকে কুয়ালালামপুরের পথে প্রথম বাণিজ্যিক ফ্লাইট হিসেবে যাত্রা শুরু হবে ড্রিমলাইনারটির।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ড্রিমলাইনার দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
“ট্যাক্স ও চার্জ বাদে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২০০ মার্কিন ডলার এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২৯০ মার্কিন ডলার।”
ইতিমধ্যে বিমানটির পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে বলেও জানান শাকিল মেরাজ।
পরীক্ষামূলক যাত্রায় ২৯ অগাস্ট বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে কলকতা পৌঁছায় এবং সেখান থেকে আবার ঢাকায় ফিরে আসে।
এরআগে ১৯ অগাষ্ট দেশে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বোয়িংয়ের তৈরি ৭৮৭-৮ ড্রীমলাইনার বিমান।
এর মধ্যে দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাড়ালো ১৫টি। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগবে।
আকাশবীণায় আসন সংখ্যা ২৭১টি। প্রতিটি আসনের সামনে প্যানাসনিকের এলইডি এস-মনিটর রয়েছে।
ড্রিমলাইনার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট দিয়ে উড়ে যাওয়ার সময়ও ওয়াইফাই সুবিধা পাবেন যাত্রীরা।
এছাড়া মোবাইল ফোনে রোমিং সুবিধা থাকলে আকাশে উড্ডয়নের সময় কল করতে পারবেন যাত্রীরা।
আকাশবীণাসহ নির্মাণাধীন আরও তিনটি বোয়িং এ ভর করেই দিনবদলের স্বপ্ন দেখাচ্ছে সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ। #
কনটেন্ট এডিটর