বিদেশে ভ্রমণ

মাদ্রিদে সূর্যের দরজায়

মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্পেন থেকে:

 

পুয়ের্তা দেল সোল, বাংলায় ‘সূর্যের দরজা’ বলা যায়। নামের মতই সুন্দর জায়গাটা।

এটা হচ্ছে মাদ্রিদের সবচেয়ে ব্যস্ততম পাবলিক প্লেসের একটি। স্পেনের রাস্তার রেডিয়াল নেটওয়ার্কের কেন্দ্র (জিরো কিলোমিটার) এই প্লাজায় অবস্থিত।

এখানে আছে ঘোড়সওয়াররত রাজা তৃতীয় কার্লস’র বিশাল মূর্তি, দেখতে পাবেন চার মিটার উঁচু মাদ্রিদের বিখ্যাত ভালুক আর স্ট্রবেরি গাছের ভার্স্কয।

রাজা কার্লসের মূর্তির সামনেই অবস্থিত ‘রিয়েল কাসা দে কোররেও’ বা ‘দ্যা হাউস অব দ্যা পোষ্ট অফিস’ একসময় পোষ্ট অফিসের কাজ করলেও এখন মাদ্রিদের প্রেসিডেন্টের কার্যালয় হিসাবে ব্যবহার হয়।

এই বিল্ডিঙের উপরেই আছে বিখ্যাত ক্লক টাওয়ার যার ঘন্টার শব্দেই পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগতম জানানো হয়।

এই সময়ে বেড়াতে আসলে তবে বাড়তি হিসাবে পাবেন এই ঘড়ির শব্দের সাথে তাল মিলিয়ে ১২টি আঙ্গুর খেয়ে নতুন বছরে সৌভাগ্যকে আমন্ত্রনের দৃশ্য আর সুপার সেইল সিজন।

পৃথিবীর প্রায় সব বিখ্যাত ব্র্যান্ডের শো রুমে ছাড় দেয়া শুরু হয় জানুয়ারির আর জুলাইয়ের প্রথম সপ্তাহে। প্রায় পনেরদিন ব্যাপি চলে এই ছাড়ের সিজন।যারা কেনাকাটা করতে পছন্দ করে তাদের জন্যে এই সময়টা খুবই ভালো। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *