ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:
চাহিদা বাড়ায় রাজশাহী ও যশোর রুটের ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকেটে মূল্য ছাড়ের ঘোষণাও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
১ সেপ্টেম্বর থেকে রাজশাহী রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। পাশাপাশি যশোর রুটে প্রতিদিন চলবে ৪টি ফ্লাইট।
এখন রাজশাহী রুটে প্রতিদিন ১টি এবং যশোর রুটে প্রতিদিন ৩টি করে ফ্লাইট চলাচল করে।
ফ্লাইট সংখ্যা বাড়ার পর ১ সেপ্টেম্বর থেকে রাজশাহী রুটে প্রতিদিন ১টির পাশাপাশি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার আরো ১টি করে ফ্লাইট যোগ হবে।
টিকেটের মূল্য ছাড়ের বিষয়ে নভোএয়ারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত যাত্রী জিপি স্টার গ্রাহক হলে নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকে টিকেট কিনলে টিকেটের ভিত্তি মূল্যে ১০% এবং সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সম্মানীত কার্ডধারীরা নভোএয়ার এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করলে টিকেটের ভিত্তি মূল্যে ১০% ছাড় পাবেন।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ১সেপ্টেম্বর থেকে বরিশাল রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে অথবা এ ঠিকানায় দেখতে পারেন flynovoair.com। #
কনটেন্ট এডিটর