ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:
ঈদুল আযহা উপলক্ষ্যে রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও যশোর থেকে ঢাকা পর্যন্ত ফ্লাইটের ভাড়া ১৯৯৯ টাকা নির্ধারণ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ঈদ উপলক্ষ্যে এই বিশেষ অফারের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করবে ইউএস-বাংলা।
শনিবার এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, দেশের বিভিন্ন গন্তব্যে আত্মীয়-স্বজনদের সাথে ঈদ উদযাপন আরও প্রাণবন্ত করতে এই বিশেষ অফার দেওয়া হচ্ছে।
এই অফার ঈদের আগে ১৭ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত সময়ের জন্য নির্ধারিত।
সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও যশোর থেকে ঢাকা ভ্রমণ করা যাবে সর্বনিম্ন ১৯৯৯ টাকা।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে।
আগামী ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে যশোরে ৮টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ৩টি এবং বরিশালে ২টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ১টি, রাজশাহীতে ১টি এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে।
বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।#
কনটেন্ট এডিটর