চট্টগ্রাম নগরে ভ্রমণ

চট্টগ্রামের রেডিসন ব্লু ‘রেসপনসিবল বিজনেস হোটেল ’পদকে ভূষিত

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ ‘রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্যা ইয়ার, এশিয়া প্যাসিফিক ২০১৭’ পুরস্কার লাভ করেছে।

পুরস্কার অর্জনের বিষয়ে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র জিএম রবিন এডওয়ার্ডস বলেন, গ্রাহকের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা বরাবরই বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।

রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র সহকারী পরিচালক (বিক্রয় ও বিপণন) ফারহানুল কে চৌধুরী বলেন, রেসপনসিবল হোটেল অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমাদের দায়িত্ব আরও বাড়ল। আশা করছি আগামী দিনগুলোতে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ গ্রাহক সেবায় আগের মত আন্তরিকতার ছাপ রাখবে।”

সামাজিক নানামুখী কর্মকান্ড, গুণগত মান ও উন্নত সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এ পুরস্কারে ভূষিত হয়েছে।

২০১৫ সালের ১ মার্চ চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল হিসেবে যাত্রা শুরু করে রেডিসন ব্লু।

২০১৭ সাল জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেয় হোটেলটি। এরমধ্যে সুবিধা বঞ্চিত, অনাথ ও পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পাশাপাশি পানির সঠিক ব্যবহার ও বিশুদ্ধ পানি খাওয়ার বিষয়ে জনমত তৈরিতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দরিদ্র মানুষদের মাঝে ৮৫টি পানি বিশুদ্ধকরণ মেশিন হস্তান্তর করা হয়।

এছাড়া ভ্রাম্যমান বিমান চক্ষু হাসপাতাল ‘অরবিস ফ্লাইং আই হসপিটালের’ সাথেও কাজ করে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ।

চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিও পরিচালনা করে রেডিসন ব্লু।

এছাড়াও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ও চিটাগাং বে ভিউ যৌথভাবে রক্তদান কর্মসূচিরও আয়োজন করে।#

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *