ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক
ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরীণ তিন রুটে ২০১৮ টাকায় ভ্রমণের সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
১২ থেকে ১৫ জুন যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকা যেতে পারবেন সর্বনিম্ন ২০১৮ টাকায়।
পাশাপাশি ১৭ জুন থেকে ২০ জুন ঢাকা থেকে যশোর, সৈয়দপুর ও রাজশাহী যেতে পারবেন ২০১৮ টাকায়।
এছাড়া ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের জন্য ১২ থেকে ১৫ জুন প্রতিদিন অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
ঈদ উপলক্ষে নভোএয়ার অ্যাপের মাধ্যমে টিকেট কিনলে সব ধরণের টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
যা ২০১৮ টাকার টিকেট মূল্যেও প্রযোজ্য হবে। অফারটি পেতে নভোএয়ার এর মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকেট ক্রয় করতে হবে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় www.flynovoair.com।
কনটেন্ট এডিটর