ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক
ঈদ উপলক্ষ্যে মাত্র ১৮৯৯টাকায় বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৭ থেকে ১৫ জুন যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকায় যাওয়া যাবে এই ভাড়ায়।
ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ জুন থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুরে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।
এ চারটি রুটে নিয়মিত ফ্লাইট ছাড়াও প্রতিদিন অতিরিক্ত ৩৫টি ফ্লাইট চলবে ঈদের দিন পর্যন্ত।
ঈদের জন্য পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি করে এবং বরিশালে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।
কনটেন্ট এডিটর