দেশে ভ্রমণ বিদেশে ভ্রমণ ভ্রমণ সংবাদ

শততম দেশ ভ্রমণে নাজমুন নাহার

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক

একশ দেশ ভ্রমণের বিরল কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশি ভ্রমণকারী নাজমুন নাহার।

১ জুন বিকেলে জিম্বাবুয়ের মাটিতে পা রেখে স্পর্শ করেন শততম দেশ ভ্রমণের লক্ষ্য। এরআগে ৯৯তম দেশ হিসেবে তিনি জাম্বিয়া ভ্রমণ করেন।

জাম্বিয়া আর জিম্বাবুয়ের সংযোগকারী ভিক্টোরিয়া ফল’স ব্রিজ ধরে হেঁটে তিনি পা রাখেন জিম্বাবুয়েতে।

শত দেশ ভ্রমণের এই অর্জনের মুহূর্তে নাজমুন নাহার স্মরণ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদকে।

জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাত অংশ থেকে ১ জুন বিকেলে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে নাজমুন নাহার বলেন, বাংলাদেশের পতাকা হাতে আজ পূর্ণ হলো আমার শততম দেশ ভ্রমণের ইতিহাস!

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানান জাম্বিয়ান সরকারের স্থানীয় গর্ভনর হ্যারিয়েট কায়িনা। বাংলাদেশের পতাকা নিয়ে গত সতেরো বছর ভ্রমণের ইতিহাসের আজকের মাইলফলক হিসেবে আমাকে ‘ফ্ল্যাগ গার্ল’ উপাধি দেন জাম্বিয়ান সরকারের গর্ভনর!”

বাংলাদেশ সময় দুপুর তিনটায় তিনি জিম্বাবুয়েতে পা রাখেন বলেও ফেসবুক স্ট্যাটাসে জানান নাজমুন নাহার।

এরআগে ৩১ মে বিকেলে জাম্বিয়ার লিভিংস্টোন থেকে আরেকটি ফেসবুক স্ট্যটাসে শততম দেশ ভ্রমণের বিষয়ে জানান নাজমুন নাহার।

ওই স্ট্যাটাসে নাজমুন নাহার লেখেন, হ্যালো বাংলাদেশ, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের পতাকা হাতে আমি পা রাখবো একশতম দেশ জিম্বাবুয়েতে!

“… সবাই থেকো আমাদের এই লাল সবুজ পতাকা তলে! আমি হৃদয়ে ষোলো কোটি মানুষকে নিয়ে পায়ে হেঁটে যাত্রা করবো জাম্বিয়ার বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে জিম্বাবুয়েতে!”

নাজমুন নাহার বলেন, আজকের এই মুহূর্ত শুধু আমার নয়, এই গৌরবময় মুহূর্তের অংশীদার বাংলাদেশের ষোল কোটি মানুষ। এই মুহূর্ত তাদের যারা একটি বাংলাদেশের স্বাধীন পতাকা পাওয়ার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ হারিয়েছেন।

“আজ এই মুহূর্তে আমি সেই সব শহীদ মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করছি।”

নাজমুন নাহার জানান কিভাবে তিনি শততম দেশ ভ্রমণের মাইলস্টোন ছুঁতে চলেছেন।

মুর্হতটি বর্ণনা করে তিনি বলেন, পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর যে ব্রিজটি রয়েছে তা আমার শততম দেশের সাক্ষী হবে। এই ব্রিজটির অর্ধেক জাম্বিয়াতে বাকি অর্ধেক জিম্বাবুয়েতে পড়েছে। আর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি বহমান দু’দেশের মধ্যে।

আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে তার শততম দেশ ভ্রমণের লক্ষ্য অর্জিত হয় বলে জানান নাজমুন নাহার।

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *