ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক
ঈদ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিচ্ছে ‘অবিশ্বাস্য ছাড়। মাত্র দুই হাজার থেকে দুই হাজার তিনশ টাকায় পাওয়া যাবে বিমানে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের টিকেট।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, প্রিয়মানুষের সাথে ঈদ করতে অনেকেই দেশের বিভিন্ন গন্তব্যে পাড়ি জমান। এই ঈদযাত্রা আরও সহজ এবং সাশ্রয়ী করতেই বিমান বাংলাদেশের এই অবিশ্বাস্য অফার।
“ফলে শুধু উচ্চবিত্তরা নয়, যে কেউ চাইলে অল্প সময়ে আকাশ পথে প্রিয়জনের কাছে ছুটে যেতে পারবেন।”
এই অফারের আওতায় ৯ থেকে ১৫ জুন সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল থেকে ঢাকায় যাওয়া যাবে দু্ই হাজার টাকায়। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকায় যাওয়া যাবে দুই হাজার তিনশ টাকায়।
১৯ থেকে ২১ জুন ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকেট মিলবে দুই হাজার টাকায়।
পাশাপাশি ১৬ থেকে ২১ জুন ঢাকা থেকে রাজশাহী, বরিশাল ও যশোর যাওয়ার টিকেট পাবেন দুই হাজার টাকায়। আর চট্টগ্রাম ও সিলেট যেতে খরচ হবে দুই হাজার তিনশ টাকা।
এছাড়া বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান দুই হাজার টাকায় টিকেটের অফারে আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
কনটেন্ট এডিটর