এবার রমজানে থাইল্যান্ড ভ্রমণে আকর্ষণীয় হলিডে প্যাকেজ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা।
জনপ্রতি মাত্র ২২ হাজার ৯৯০ টাকায় দুই রাত তিন দিন ব্যাংকক ঘুরে আসতে পারবেন ইউএস-বাংলার এই প্যাকেজে।
ব্যাংকক, পাতায়া, ফুকেট, কারাবি এবং কোহ সামুই এর মত দর্শনীয় সব পর্যটন শহরে ঘুরতে পারবেন এই প্যাকেজের আওতায়।
১৫ মে থেকে ৯ জুন পর্যন্ত চলমান এই প্যাকেজের সব সুবিধা পাবেন একসঙ্গে কমপক্ষে দু’জন ভ্রমণকারী হলেই।
এই প্যাকেজে প্রতিজনের জন্য দুই রাত তিন দিনের প্যাকেজের আওতায় ব্যাংকক ভ্রমণে খরচ পড়বে মাত্র ২২ হাজার ৯৯০ টাকা। আর ব্যাংকক ও পাতায়া চার রাত পাঁচ দিনের প্যাকেজে জনপ্রতি খরচ মাত্র ২৮ হাজার ৯০০ টাকা।
ব্যাংকক ও ফুকেটে চার রাত পাঁচ দিনের ভ্রমণে প্রতিজনের খরচ পড়বে ৪২ হাজার ৫০০ টাকা। ব্যাংকক ও কারাবি চার রাত পাঁচ দিনের ভ্রমণে জনপ্রতি খরচ হবে ৩৮ হাজার ৯০০ টাকা।
আর ব্যাংকক এবং কোহ সামুই এ চার রাত পাঁচ দিন ঘুরতে একজনের খরচ হবে ৫৫ হাজার ৯০০ টাকা।
এই প্যাকেজগুলোর মধ্যে থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট, হোটেল, সকালের নাস্তা এবং হোটেল টু এয়ারপোর্ট যাতায়াত সুবিধা।
এছাড়া রমজানে কক্সবাজারে জনপ্রতি নুন্যতম ১০ হাজার ৯৯০ টাকার প্যাকেজও দিচ্ছে ইউএস-বাংলা।
এ দুটো ছাড়াও কলকাতা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও আছে ইউএস-বাংলাল আকর্ষণীয় হলিডে প্যাকেজ।
কনটেন্ট এডিটর