৫০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পতেঙ্গায় একটি আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
আবদুচ ছালাম বলেন, ৫০০ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গায় এমন আধুনিক পর্যটন কেন্দ্র করব যে শুধু বাংলাদেশের নয় বিশ্ববাসী এখানে আসবে ইনশাল্লাহ। সেই পরিকল্পনা করেছি।
বন্দর নগরীর দক্ষিণ প্রান্তে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পতেঙ্গা সমুদ্র সৈকত।
পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামসহ সারাদেশের মানুষের অন্যতম পর্যটন গন্তব্য। কিন্তু এখানে এখনো পর্যন্ত পরিকল্পিত কোনো পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি।
পতেঙ্গা সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় নয়নাভিরাম সূর্যাস্তের দৃশ্য। দীর্ঘ সৈকতের কাছ দিয়ে চলাচল করে সমুদ্রগামী জাহাজ, মাছ ধরার ট্রলার আর ঐতিহ্যবাহী সাম্পান। ।
সৈকতের এক পাশ ঘিরে গাছপালা ঘেরা মনোরম পরিবেশ। কোনো ধরণের পর্যটন সুবিধা না থাকার পরও বছরের পুরোটা সময় জুড়ে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে।
কনটেন্ট এডিটর