বাংলাদেশি পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণ সহজসাধ্য করার পাশাপাশি সেই দেশ থেকেও পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া।
১০ মে রাতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি) এর সাথে যুক্ত হওয়া উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
রিজেন্ট সিসিও হানিফ জাকারিয়া বলেন, যেরকম আমরা এখানে থাইল্যান্ডকে প্রমোট করি, আমরা ওখানে ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করব। ওখান থেকেও পর্যটকদের আমরা নিয়ে আসতে চাই।
“থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক। বাংলাদেশে অনেক বৌদ্ধ ধর্মীয় স্থান আছে। ধর্মীয় পর্যটকদের পাশাপাশি ইকো ট্যুরিজমের ক্ষেত্র বাংলাদেশে অনেক। কাজেই সেখান থেকেও অনেকে আসতে পারে। অর্থাৎ আমরা ট্যুরিজম প্রমোট করছি। বাংলাদেশ থেকে থাইল্যান্ড এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশে।”
হানিফ জাকারিয়া বলেন, এখান থেকে ট্র্যাভেল এজেন্সিগুলোকে নিয়ে যাব। এখানকার সুযোগ সুবিধা তারা সেখানে তুলে ধরব। দ্বি-পাক্ষিক ভাবে পর্যটনের অগ্রগতিতে আমরা কজ করব। বাংলাদেশে প্রথমবারের মত টিএটি রিজেন্টকে পছন্দ করেছে। তাই আমরা বিশেষ অফারও দিচ্ছি।
তিনি বলেন, টিএটির কাছে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম থেকে আমরা দেশে ও বিদেশের নানা গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকি। সামনে আরও ছয়টি নতুন গন্তব্যে নিয়মিত চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হবে।
অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সালমান হাবিব এবং টিএটি’র বাংলাদেশ, নেপাল, ভুটান, দক্ষিণ ও পূর্ব ভারত অংশের পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ উপস্থিত ছিলেন।
বিমান পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনা খাতে প্রায় ৩৫ বছর ধরে কাজ করছেন হানিফ জাকারিয়া।
তিনি ব্রিটিশ এয়ারওয়েজের সৌদি আরব অফিসে পেশাজীবন শুরু করেন। এরপর সৌদি পর্যটন ও ভ্রমণ ব্যুরোর শাখা ম্যানেজারের দায়িত্বও পালন করেন।
তারপর তিনি আমিরাত এয়ারলাইনসে যোগ দেন। সেখানে বাণিজ্যিক পরিচালনা খাতে ২০ বছর কাজ করেন। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের মহাব্যবস্থাপক পদে যোগ দেন।
কনটেন্ট এডিটর