বিদেশে ভ্রমণ ভ্রমণ সংবাদ

থাইল্যান্ডে বছরে লক্ষাধিক বাংলাদেশি পর্যটক

বঙ্গোপসাগর আর থাই উপ-সাগর তীরের দেশ থাইল্যান্ড। বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। আর বাংলাদেশ থেকে ২০১৭ সালে থাইল্যান্ডে গেছেন ১ লাখ ২৫ হাজার ১৩০ জন ভ্রমণকারী।

দেশটির পর্যটন বিষয়ক সংস্থা ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের (টিএটি) পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ ১০ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন।

টিএটি’র বাংলাদেশ, নেপাল, ভুটান এবং দক্ষিণ-পূর্ব ভারতের পরিচালক ইশরা স্ট্যাপানাশেথ জানান, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা ছিল প্রায় ২১ শতাংশ বেশি।

আর গত বছর এই পর্যটকদের কাছ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৫ হাজার ৭৯৫ মিলিয়ন থাই বাথ (থাইল্যান্ডের মুদ্রা)।যা তার আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি বলেও জানান তিনি।

ইশরা স্ট্যাপানাশেথ বলেন, থাইল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। মেডিকেল ‍ট্যুরিজমের জন্যও ভ্রমণকারীদের বিশেষ পছন্দ থাইল্যান্ড।

দেশটির সরকারি সংস্থা টিএটি ‘এ্যামাইজিং থাইল্যান্ড’ নামের কর্মসূচির আওতায় পর্যটক টানতে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম ভ্রমণকারীদের আগ্রহী করতে ‘হালাল ট্যুরিজম’ এবং ফ্যামিলি ট্যুরিজমকে সাশ্রয়ী করতে বিভিন্ন প্যাকেজ সুবিধা দিচ্ছে তারা।

বাংলাদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানকার ওশান ওয়ার্ল্ড, চাও ফ্রায়া রিভার ক্রজ আর সাফারি ওয়ার্ল্ড বাংলাদেশি ভ্রমণকারীদের প্রধান গন্তব্য।

পাশাপাশি ব্যাংকক থেকে দেড়শ কিলোমিটার দূরের পাতায়া সমুদ্র সৈকত, বেলুনে চড়ে সাগর দেখা আর কোরাল আইল্যান্ড সব বয়সী পর্যটকদের ভ্রমণ করে তোলে আনন্দদায়ক।

নিজেদের শিল্প-সংস্কৃতি, জীবন যাত্রা আর প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের কাছে তুলে ধরে পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে চায় টিএটি।

সামনের বছরগুলোতে ভ্রমণ আগ্রহী বাংলাদেশিদের সংখ্যা অারও বাড়বে বলে ধারণা টিএটি এবং বাংলাদেশি ট্যুর অপারেটরদের।

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *