প্রত্নতত্ব বিদেশে ভ্রমণ ভ্রমণ কাহিনী

আগরতলা জগন্নাথ জিউর মন্দিরে আকর্ষণীয় স্থাপত্যশৈলী

জগন্নাথ জিউ মন্দিরের প্রবেশ পথে অলংকরণে সজ্জিত সুউচ্চ প্রবেশদ্বার। সিংহমূর্তি সম্বলিত এই প্রবেশদ্বারের নিচের দিকে আছে কয়েকটি দেবতার মূর্তি।
 প্রবেশদ্বারের দ্বিতীয় তলায় চার ঘোড়ার রথ আর চারটি গম্বুজ। এর উপরে আছে আরও তিনটি গম্বুজ। প্রবেশদ্বারের এই দৃষ্টিনন্দন অলংকরণ আপনার নজর কাড়বে।
 ত্রিপুরার রাজধানী আগরতলা শহরেই শ্রী জগন্নাথ জিউ মন্দির ও শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। বাংলাদেশ থেকে আখাউড়া বা রামপড়ের সাব্রুম হয়ে যেতে পারেন আগরতলায়।
 ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আগরতলা ছোট হলেও রাজ্যটিতে আছেন অনেক মন্দির।
 শহরের কেন্দ্রস্থলে এই মন্দিরটি এখন শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের কাছেও এক বড় আকর্ষণ।
 ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্য নির্মিত উজ্জয়ন্ত প্রাসাদের অদূরেই জগন্নাথ দেবের এই মন্দির। প্রায় শত বছর আগে মহারাজা রাধাকিশোর মানিক্য এই মন্দিরটি স্থাপন করেন।
 মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাবেন পরিচ্ছন্ন সাজানো ফুলের বাগান ঘেরা এক প্রাঙ্গন। ত্রিপুরার স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে মন্দিরটি।
 প্রাঙ্গনের একটি অংশে দেখতে পাবেন অজুর্নের বিশ্বরূপ প্রদর্শন। এর নিচেই আছে শ্রীকৃষ্ণের বাল্য লীলা প্রদর্শনী।
 এছাড়া শ্রী ভগবদ লীলা প্রদর্শনীতে আছে- কালীয় দমন লীলা, পঞ্চতন্ত্র, ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার্থে শ্রীকৃষ্ণের অস্ত্র ধারণ, সীতা হরণ, ব্রজকুমারীগণের কাত্যায়নী ব্রতও বর প্রার্থনা, অজামিল উদ্ধার এবং হরধুন ভঙ্গের মত নানা ধর্মীয় ঘটনার প্রদর্শন।
 মন্দির প্রাঙ্গনের দেয়ালে আছে পাতাল পুরী হতে হনুমানের রাম লক্ষণ আনয়ন, বরাহ অবতার এবং বিষ্ণুবাহন গরুড়সহ অনেক কিছু।
 মন্দিরের ভেতরেই আছে একটি পুকুর। অক্ষয় তৃতীয়াতে এই পুকুরে নৌকা ভাসিয়ে হয় চন্দনযাত্রা মহোৎসব। পুকুরের চারপাশে রেলিং এ ঘেরা। পুকুরের সীমানা দেয়ালের প্রতিটি পিলারের উপর স্থাপিত দেব- দেবীর মূর্তি।
 শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এর আয়োজনে আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় এই মন্দিরে।
রথে চড়ে বলভদ্র, সুভদ্রা দেবী ও প্রভু জগন্নাথ দেব রাজধানী পরিভ্রমণ করেন। সন্ধ্যায় শ্রী মঠের গুন্ডিচা মন্দিরে ফিরে যায় রথ।
 এছাড়া বছরের অন্যান্য সময় স্নানযাত্রা ও ঝুলনযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 মন্দির প্রাঙ্গনেই আছে অতিথিদের থাকার ব্যবস্থা, ফ্রি চিকিৎসাশালা ও ভোজনশালা। ঘরের পাশে আগরতলায় বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসবেন জগন্নাথ জিউ মন্দির। ##

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *