ভ্রমণ সংবাদ

নতুন পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম শাহজাহান কামাল।
এরআগে গত চার বছর ধরে এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
লহ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাহান কামাল দীর্ঘদিন লহ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া শাহজাহান কামালের ভাই অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।
১৯৫০ সালে লহ্মীপুরের লাহার কান্দি গ্রামে জন্মগ্রহণকারী শাহজাহান কামাল নোয়াখালীর চৌমুহনী কলেজ থেকে ১৯৬৮ সালে স্নাতক পাশ করেন।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান কামাল।
এরআগে তিনি লহ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *