চট্টগ্রাম দেশে ভ্রমণ ভ্রমণ কাহিনী

ইনানিতে হবে সি অ্যাকুরিয়াম

 

বড় আকারের একটা হাঙ্গর ছুটে আসছে আপনার দিকে। অথবা পাখা মেলে ওড়ার মত করে নীল জলে সাঁতরে চলেছে স্টিং রে ফিস। একটুও ভয় লাগছে না আপনার। ঠাঁই দাঁড়িয়ে তাই দেখছেন আপনি।
 
সাগর তলদেশের অদেখা এই জগতের দেখা মেলে সি অ্যাকুরিয়ামে।
 
সাগরে বড় বড় ছুটে চলে ঢেউয়ের নিচে আছে অন্য এক রঙিন জগত। কত শত লাল-নীল প্রবালের মেলা সেখানে। সেই প্রবাল ঘিরে মাছেদের আনাগোনা। ছোট-বড় আর বর্ণিল সব মাছ। কোনোটার গায়ে যেন রংধনু আঁকা। কোনটা আবার ঘোড়ার মত দেখতে।
 
সি-হর্স, জেলি ফিস, পেঙ্গুইন আর সিল মাছ এসব ছেলে-বুড়ো সবাইকেই আকৃষ্ট করে। সাগর তলদেশের সেই অজানা জগত দেখার সুযোগ এখনো পর্যন্ত নেই বাংলাদেশে।
 
আমাদের কাছেই শ্রীলংকা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে আছে জগত বিখ্যাত কয়েকটি সি অ্যাকুরিয়াম। যা দেখতে ছুটে আসে সারা বিশ্বের মানুষ।
 
তেমনই একটি সি অ্যাকুরিয়াম হবে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে। সেই কথা জানব। তার আগে চলুন দেখে আসি বিখ্যাত সব সি অ্যাকুরিয়ামের সমুদ্র তলার রঙিন জগত।
 
থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম ওসান ওয়ার্ল্ড – https://www.youtube.com/watch?v=i7JNOgk2EIQ
মালয়েশিয়া লাংকাওই আন্ডারওয়াটার ওয়ার্ল্ড –
https://www.youtube.com/watch?v=i7JNOgk2EIQ
সিঙ্গাপুরের রির্সোট ওয়ার্ল্ড সান্তোসা এসইএ অ্যাকুরিয়াম-
https://www.youtube.com/watch?v=2iKlK9UQwhg
 
সি বিচেই সি অ্যাকুরিয়াম
 
এখনো সি অ্যাকুরিয়াম নেই। তবে আছে বিশ্বের দীর্ঘতম সি বিচ- কক্সবাজার সমু্দ্র সৈকত।
 
সেই সৈকতে সাগরের নীল জলরাশি যেন হাতছানি দিয়ে ডাকে। তাই নাগরিক জীবনের ক্লানি ঘোচাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসেন সারা দেশের মানুষ। সেটা হতে পারে প্রচণ্ড দাবদাহের সময়ে অথবা শীত মৌসুমে।
 
এখানে সমুদ্র স্নান পর্যটকদের মূল আর্কষণ। কিন্তু তারপর কি? বেড়াতে এসে শুধু সাগর দেখেই ফিরবেন? সাগরের তলদেশে কি আছে তা কী জানা হবে না?
 
পর্যটকদের সেই চাহিদার কথা মাথায় রেখেই ইনানী সৈকতে সি অ্যাকুরিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মেরিন ড্রাইভ ছোঁয়া এই সৈকতে হবে টুরিস্ট জোন। সেখানেই পাবেন কাঙ্খিত সি অ্যাকুরিয়াম।
 
৪২ একর জমির উপর অ্যাকুরিয়াম, মিউজিয়াম এবং পার্ক নির্মাণ করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় ঘিরে থাকবে ক্যাবল কারও।
 
সি অ্যাকুরিয়াম আগ্রহ জানিয়েছে চীনা প্রতিষ্ঠানও। তাই হয়ত সাগর তলদেশের জগত দেখার আগ্রহে আর বেশিদিন ছুটতে হবে না বিদেশে। ইনানীতেই দেখা মিলবে নীল জলরাশির গভীরে থাকা অজানা জগতের।#
 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *