ভ্রমণ যাতায়াত ভ্রমণ সংবাদ

দিনাজপুরের ম্যারাথন হবে ট্যুরিজম বোর্ডের ইভেন্ট

 

২০১৮ সাল থেকে দিনাজপুরের ম্যারাথন ট্যুরিজম বোর্ডের ইভেন্ট হিসেব অর্ন্তভুক্ত করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
২৩ ডিসেম্বর ম্যারাথন শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দিনাজপুর জেলা পরিষদ এবং নাগরিক উদ্যোগ যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করে।
এই ম্যারাথন শুরু হয় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড়ময়দান থেকে। দৌড় শেষ হয় ২১ কিলোমিটার দূরে গিয়ে কান্তজিউর মন্দিরে।
এবার ম্যারাথনে অংশ নেন ১৮৮ জন প্রতিযোগি।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গনে পুরষ্কার বিতরণ করেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজুপর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ প্রমুখ।

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *